বাপ-দাদার ধর্ম উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত হয়ে যারা নিজেদেরকে শ্রেষ্ট ধর্মের শ্রেষ্ট মানুষ ভেবে সুখ পান তারা কি কখনও ভেবে দেখেছেন জন্ম সুত্রে পাওয়া ধর্ম-কর্ম প্রাণ দিয়ে বিশ্বাস করাতে নিজেদের কৃতিত্বটা কোথায়? পিতা-মাতার দ্বারা মাথায় ঢুকিয়ে দেওয়া ধর্মগুলো অন্ধের মতো মেনে চলে নিজেদেরকে রোবট পর্যায়ে নিয়ে যেয়ে, নিজেকে শ্রেষ্ট ধর্মের শ্রেষ্ট অনুসারী ভাবাতে শ্রেষ্টত্বটা কোথায়?
মধুর বোতল যদি নিজেকে বিয়ারের বোতলের থেকে শ্রেষ্ট মনে করে এটা ভেবে যে তার মধ্যে মধু আছে যা বিয়ারের চেয়ে ভালো তবে এখানে বোতলের নিজের কৃতিত্বটা কোথায় থাকলো? বোতল তো নিজে আর মধু নেয়নি, তার মধ্যে অন্য কেউ মধু ঢেলে দিয়েছে। তাহলে মধুর বোতল বিয়ারের বোতলের চেয়ে শ্রেষ্ট হয় কি করে? এখানে বোতলের কি নিজের কোন কৃতিত্ব আছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন