Translate

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ঈশ্বর ডেকে বললো

ঈশ্বর হিন্দু মালুকে ডেকে বললো- তুমি আমার কথা অমান্য করেছে তাই তুমি নরকে যাও। হিন্দু মালু কাঁদতে কাঁদতে নরকে চলে গেল।

ঈশ্বর মুসলিম মালুকে ডেকে বললো- তুমি আমার কথা অমান্য করেছে তাই তুমি জাহান্নামে যাও। মুসলিম মালু কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে গেল।

ঈশ্বর খ্রিস্টান মালুকে ডেকে বললো- তুমি আমার কথা অমান্য করেছে তাই তুমি দোযকে যাও। খ্রিস্টান মালু কাঁদতে কাঁদতে দোযকে চলে গেল।

ঈশ্বর নাস্তিককে ডেকে পাঠালো, আর বললো- তুমি গবেষনা করে যেখ স্বর্গ নরক ঠিক ভাবে তৈরী কিনা? আর কিভাবে এদেরকে তৈরী করা হয়েছে সেই রহস্য বের করো। তুমি স্বর্গ নরকের সব সুবিধাই বোগ করতে পারো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন