Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

মালু কারা ? কেন তারা মালু?

মালু মানে হলো সৃষ্টিকর্তার অভিশপ্ত জাতী।
ধার্মিকগুলো জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকে সব সময়। কারণ তারা জ্ঞান চর্চা না করে তাদের ধর্মগ্রন্থগুলোকে সর্বজ্ঞানের আধার মনে করে পরে থাকে। ফলে তারা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকে । আর তাই তারা সব উন্নতি থেকেও পিছিয়ে থাকে।
অপরদিকে মুক্ত চিন্তার মানুষগুলো ধর্মগ্রন্থগুলোকে চুড়ে ফেলে দিয়ে জ্ঞান চর্চা করে নিজেদেরকে উন্নত করে তুলে। আর তাই মুক্তচিন্তার নাস্তিক বিধর্মীগুলো এগিয়ে গিয়েছে।
কিন্তু মুসলমান ও হিন্দু ধর্মের মালুগুলো জ্ঞান চর্চা বাদ দিয়ে প্রাচীণ আমলের ভন্ড মানুষের লেখা প্রাচীণ বই নিয়ে পরে থাকার দরুন তারা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে এবং সর্বপরি সব কিছু থেকে পিছিয়ে যাচ্ছে।
ফলে এই মালু আস্তিকগুলোই থেকে যাচ্ছে অভিশপ্ত হয়ে।
আর তাই যদি কেউ মালু হয়ে থাকে তবে সেটা হলো ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন আস্তিকরাই প্রকৃত মালু। আর তাই যারাই কুসংস্কারের ধর্মকে আকড়ে ধরে বসে থাকবে তারাই হলো প্রকৃত মালু । এর সুত্র ধরেই  আরমা পৃথিবীতে খ্রিস্টান মালু, মুসলমান মালু, হিন্দু মালু এবং বৌদ্ধ মালুদের মতো হরেক রকমের মালুদের সন্ধান পাই।
এরা প্রত্যকেই অন্ধবিশ্বাসে কুসংস্কারে ডুবে থাকে। ফলে এরাই থেকে যায় প্রকৃত মালু হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন