Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

পাগল সৃষ্টিকর্তা

 মানুষ সৃষ্টি করেছে তাকে তেল মারার জন্য। তার প্রশংসা করার জন্য।
আর যারা সৃষ্টিকর্তাকে তেল মেরে প্রশংসা না করবে তাদেরকে নৃশংসভাবে অত্যাচার করবে। আর মানুষকে অমানুষিক কষ্ট দিয়ে সৃষ্টিকর্তা এক বিকৃত মনের মজা পাবে।
এ কেমন সৃষ্টিকর্তা যে তুষামোদ পছন্দ করে। অযৌক্তিকতা, অজ্ঞানতা, অন্ধবিশ্বাস এবং কুসংস্কার পছন্দ করে যে, সে কেমন মন মানুষিকতার ।
সৃষ্টিকর্তা সব প্রাণীকে সৃষ্টি করেছে। আবার তাদেরকে ছোট লোকের মতো বলেছে তাকে প্রমাণ ছাড়া বিশ্বাস করতে এবং তার প্রশংসা করতে। যে মহান এবং সর্বজ্ঞানী সে কখনই তোষামোদ পছন্দ করবে না এবং কেই যদি তার প্রশংসা না করে তবে তাকে ভয়ংকর শাস্তি দেবে না।
সৃষ্টিকর্তার এসব ছোটলোকি আচরণ তাকে নিকৃষ্টতম স্বত্ত্বায় পরিণত করেছে।
এমন ছোটলোক সৃষ্টিকর্তার গুনগান করা আমার মতো আদর্শবান মানুষের পক্ষে সম্ভব নয়। আমি সেটা করবোও না।

সৃষ্টিকর্তার মানুষের প্রতি এমন আদেশ এবং নিষ্ঠুর আচরণ তাকে বিকৃতমনা, মনরোগী এবং পাগল বা সাইকো হিসেবে প্রমাণ দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন