Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

নাস্তিকতা হল আস্তিকদের থেকে একটা বেশী সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা ।



হ্যাঁ ! নাস্তিকরা মাত্র একটা বেশী সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে আস্তিকদের চেয়ে
আস্তিকরা পৃথিবীর সব কাল্পনিক সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেশুধু তার নিজের কল্পনার সৃষ্টিকর্তাকে সত্য বলে বিশ্বাস করে
কিন্তু নাস্তিকরা আস্তিকদের সেই শেষ সৃষ্টিকর্তাটিকেও অবিশ্বাস করেআস্তিকদের চেয়ে মাত্র একটা বেশী সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে নাস্তিকরামাত্র একটা !


আস্তিকরা যদি বিজ্ঞানকে বিশ্বাস নাই করে তবে বিজ্ঞানের সুফল ভোগ করে কেন ?



আস্তিকরা বিজ্ঞানকে বিশ্বাস করতে চায়না শুধুমাত্র তাদের ধর্মের বিরুদ্ধে যায় বলেকিন্তু তারা বিজ্ঞানের সুফল ভোগ করতে দ্বিধা বোধ করে নামহা উল্লাসে বিজ্ঞানের সুফল ভোগ করে আর বিজ্ঞানীদের ধন্যবাদ না দিয়ে তাদের কাল্পনিক সৃষ্টিকর্তাদের প্রশংসা করতে থাকে
তারা যদি বিজ্ঞানকে বিশ্বাস নাই করে তবে বিজ্ঞানের সুফল ভোগ করে কেন ?
কম্পিউটার ব্যবহার করা বাদ দিলেই তো পারে ! হাতের মোবাইল ফেলে দিয়ে তাদের কাল্পনিক সৃষ্টিকর্তার মাধ্যমেই তো সব কাজ করতে পারে  !


আস্তিকদের বোধ শক্তি সত্যিই প্রখর। এরা সব কিছুই উল্টা বুঝে।



আস্তিকদের বোধ শক্তি সত্যিই প্রখরএরা সব কিছুই উল্টা বুঝেসহজ কথার সহজ অর্থ না বুঝে এরা অজ্ঞ মনের অজ্ঞতাকেই সত্যি বলে ধরে নেয়
আস্তিকরা সব কিছুই উল্টা দেখে, উল্টা বুঝে আর উল্টা বিশ্বাস করে। 
 

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

আল্লাহ, ভগমান, জেসাস ক্রাইস্টদের ক্ষমতা এখন নেই কেন ?



আল্লাহ, ভগমান, জেসাস ক্রাইস্টদের ক্ষমতা এখন নেই কেন ?
মুসলমান মালু- যেদিন মারা যাবি তখন বুঝতে পারবি আল্লাহ সত্য
হিন্দু মালু- যেদিন মরবি তারপর টের পাবি ভগমানের ক্ষমতা কত !
খ্রিস্টান মালু- মরার পর টের পাবি জেসাস ক্রাইস্ট ইশ্বরের পুত্র ছিল !

নাস্তিক- আল্লাহ, ভগমান, জেসাস ক্রাইস্টদের ক্ষমতা কি শুধু মরার পরেই শুরু হয়এখন এদের ক্ষমতা নেই কেন ?

একজন আদর্শ খাঁটি মডারেট মুসলমান



একজন আদর্শ খাঁটি মডারেট মুসলমান