Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

তিন মালুর বন্ধুত্বতা ।

তিন মালুতে খুব ভাব। এক মালু আরেক মালুকে ছাড়া এক মুহুর্তও থাকতে পারে না। কেউ কাউকে ছেড়ে চলে যায় না। তিন বন্ধু এক সাথেই থাকে সব সময়। একই ক্লাসে, একই স্কুলে, একই কলেজে এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে। চাকরীও একই সাথে করেছে। বিয়ে করে একই এপার্টমেন্টে উঠেছে। তিন মালুর পরিবারের মধ্যেও খুব আন্তরিকতা। ওরা সবাই ঠিক করে রেখেছে জীবনের প্রতিটা ক্ষন এক সাথেই কাটিয়ে দেবে। এমনকি তারা তাদের কথা রেখেছে। সব সময়ই তিন মালু খুব ঘনিষ্ট বন্ধু হিসেবে তাদের জীবন কাটিয়ে দিয়েছে।

কিন্তু তারা সপ্তাহের একটা দিন কিছুটা সময় পরস্পরের থেকে বিচ্ছিন্ন থেকেছে। একজন মালু গিয়েছে চার্চে, আরেকজন মালু গিয়েছে মন্দিরে এবং তিন নাম্বার মালু গেছে মসজিদে।
তা ছাড়া সব কিছুতেই ছিল তিন জন ভালো বন্ধু, ভালো সাথি এবং ভেদাভেদহীন তিনজন মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন