Translate

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৬ মার্চ, ২০১৫

সৃষ্টিকর্তা কি দয়াময়? সৃষ্টিকর্তা কি মহত?

যদি দাবি করি আমি নবী এবং যদি বলি যে, তোমরা আমাকে মান্য কর। যদি আমাকে মান্য কর তবে আমি তোমাদেরকে অনেক টাকা দেবো। আর যদি না মানো তবে কল্লা কেটে ফেলবো, আগুনে পুড়িয়ে ফেলবো, পানিতে ঢুবিয়ে মারবো এবং মারার আগে অমানুষীক যন্ত্র্র্রনা দেবো। তবে কি সেটা খুব ভালো মানুষের মতো কাজ হবে?
এরকম করলে সবাই কিন্তু আমাকে শয়তান-বদমাস বলে গালি দেবে।
ঠিক একই কাজ সৃষ্টিকর্তা করার পরেও মানুষ তাকে দয়াময়, মহত ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করে থাকে।
এজন্যই আস্তিকরা হলো অদ্ভুত এক প্রাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন