Translate

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

তিন মালুতে দোস্তি।

মুসলমান মালু চুপচাপ বসে ছিল। তার মনটা খুব খারাপ।
এমন সময় হিন্দু মালু আসলো তার কাছে। এসেই অনর্গল কথা শুরু করে দিল। একবার অবশ্য মুসলমান মালুর দিকে তাকিয়ে জিঙ্গের করেছিল, "তোর মন খারাপ কেন"?
কিন্তু উত্তরের আশা করেনি। সে কথা বলেই যাচ্ছে।
অনেকক্ষন পর খ্রিস্টান মালু তাদের কাছে এসে বসলো। সে বসেই কথা বলা শুরু করে দিল। হিন্দু মালু খ্রিস্টান মালুর কাছে পাত্তা না পেয়ে চুপ করে গেল। খ্রিস্টান মালুর বকবক চলতেই থাকলো।
কিছুক্ষন পর মুসলমান মালুর মনটা ভালো হযে গেলো।
"হিন্দু মালু আর খ্রিস্টান মালুটা তার জীবনে না থাকলে জীবনটা পানসে হয়ে যেতো।" মনে মনে ভাবলো মুসলিম মালু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন