ধার্মিকগন মনে করে, এমনকি বিশ্বাস করে
যে তাদের ধর্মগ্রন্থটিই একমাত্র সত্য ইশ্বর কর্তৃক প্রেরিত ঐষীবাণী। সব ধর্মের আস্তিকদের
মধ্যে একটি অভিন্ন প্রবণতা লক্ষ করা যায়, তারা তাদের ধর্ম বাদে বাকী সব ধর্মের এবং
ধর্মগ্রন্থের অযৌক্তিকতা, অসাড়তা এবং ভূলগুলো ধরতে পারে। এক্ষেত্রে তারা খুব
যুক্তিবাদী। কিন্তু সমস্যাটা বাধে তাদের নিজের ধর্মের
বেলায়। তারা সব ধর্মের ধর্মগ্রন্থগুলোতে নানা অযুক্তি
এবং অবিজ্ঞান দেখতে পেলেও নিজের ধর্মগ্রন্থগুলোর বেলায় পুরোপুরি অন্ধের মত আচরণ করে।
সব ধর্মের অনুসারীদের
মধ্যেই এই পরস্পর বিরোধী আচরণ দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন