Translate

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য

আস্তিকরা মনে করে নাস্তিকরা হলো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। কেউ কেউ নাস্তিকের কথা শুনলেই আতকে উঠে। তাদের কাছে নাস্তিক মানেই ভয়ংকর কিছু। কিন্তু তাদেরকে কে বোঝাবে নাস্তিকরাও তাদের মত স্বাধারণ মানুষ। নাস্তিকদের মধ্যেও মায়া, মততা, ভালোবাসা এবং মানবিকতা বোধ আছে।
ধার্মিকরা যেমন মানবিকতার কথা না বলে সব সময় তাদের কল্পিত সৃষ্টিকর্তাকে খুশি করতে সারাক্ষন ব্যস্ত থাকে, নাস্তিকরা শুধু এই কাজটি করে না। আস্তিকরা সব ভালো কাজ করে সৃষ্টিকর্তার খুশি এবং পুরস্কার পাবার আশায় আর সৃষ্টিকর্তার শাস্তির ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকে। পক্ষান্তরে নাস্তিকরা কাউকে খুশি করতে বা কারো কাছ থেকে পুরস্কার পাওয়ার লোভে কোন ভালো কাজ করে না; এমনকি তারা কাউকে ভয় পেয়েও ভালো কাজ করে না; বরং তারা ভালো কাজ করে তাদের বিবেক এবং নৈতিকতা বোধ থেকে। কোন পুরস্কার বা শাস্তির ভয়ে নয়।
ফলে নৈতিকতার দিক থেকে নাস্তিকরা সব সময়ই আস্তিকদের থেকে শতগুন ভালো হয়।
শুধু এতটুকুই পার্থক্য নাস্তিক এবং আস্তিকের মধ্যে।
ভালো মানুষই ভালো কাজ করে, এতে ধর্মের প্রয়োজন হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রমাণিত যে ধর্মগুলোই ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন