Translate

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আমরা সবাই প্রকৃতির সন্তান।

পৃথিবীতে প্রচলিত যত সৃষ্টিকর্তা রয়েছে তার সবগুলোর মধ্যেই প্রাচীণ রাজাদের বর্বর চরিত্রগুলো উঠে এসেছে। সব সৃষ্টিকর্তাই রাজাদের মত করে চিন্তা করে। রাজাদের মতো তুষামোদে খুশি হয়। কথার অমান্য করলে অমানুষিক শাস্তি দেয়। চাটুকারীতায় খুশি হওয়া এবং অসীম ক্রুধ সৃষ্টিকর্তাদের মানুষে পরিণত করে। আর তাই পৃথিবীর প্রচলিত কোন সৃষ্টিকর্তাই সত্যি নয়। এগুলো প্রাচীণ মানুষের দ্বারা সৃষ্টি হওয়া কিছু কাল্পনিক চরিত্র মাত্র।
যদি একজন সৃষ্টিকর্তা সত্যিই থেকে থাকে তবে সেটি শুধুমাত্র এবং কেবলমাত্র প্রকৃতি। প্রকৃতিই বৈজ্ঞানিক ভাবে প্রকৃত সৃষ্টিকর্তার মর্যাদা পেতে পারে। বিশ্বজগতের সব কিছুকে প্রকৃতিই সৃষ্টি করেছে। আবার প্রকৃতি নিজে নিজে সৃষ্টি হয়েছে। বিশ্বজগতে যা কিছু রয়েছে তার সব কিছুই প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতি কোন চিন্তাশীল স্বত্বা নয়। তাই প্রকৃতি কোন পরিকল্পনা করে কিছু করে না। প্রকৃতি তার নিজের বৈশিষ্ট্য এবং নিজ ধর্মের দ্বারা পরিবর্তিত, পরিবর্ধিত এবং রুপান্তরের মাধ্যমে এই বিশ্বজগত সৃষ্টি করেছে। বিশ্বজগত নিজেই যেমন পৃকৃতির সৃষ্টি আবার এই বিশ্বজগত নিজেই প্রকৃতি। প্রকৃতিই পরিবর্তিত, পরিবর্ধিত এবং রুপান্তরিত হয়ে এই বিশ্বজগত সৃষ্টি করেছে। 
আর আমরা সবাই প্রকৃতির সন্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন