Translate

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

সৃষ্টিকর্তার অস্তিত্ত্বের আস্তিকীয় প্রমাণ। সৃষ্টিকর্তার অস্তিত্বের সপ্ততত্ত্ব প্রমাণ। পর্ব ৩

সৃষ্টিকর্তার অস্তিত্ত্বের আস্তিকীয় প্রমাণসৃষ্টিকর্তার অস্তিত্বের সপ্ততত্ত্ব প্রমাণ
১. নাস্তিকরা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিস্বাস করে নাযদি সৃষ্টিকর্তার অস্তিত্ব নাই থাকতো তবে কি নাস্তিকরা সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাস করতোসুতরাং প্রমানিত হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে
২. প্রতিদিন কত বৃহৎ সংখক প্রানি কারো সহযোগিতা ছাড়াই বেঁচে আছেযদি সৃষ্টিকর্তা নাই থাকতো তবে এত এত প্রাণী কি বেঁচে থাকতে পারতোঅতএব অবশ্যই সৃষ্টিকর্তা বলে একজন আছে
৩. আশ্চর্য! যদি সৃষ্টিকর্তা নাই থাকে তবে সব কিছুকে কে সৃষ্টি করলো? কোন কিছু কি এমনি এমনি সৃষ্টি হতে পারে? এটা অসম্ভবযেহেতু সব কিছুই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং তাকে কেউ সৃষ্টি করেনি সুতরাং প্রমাণিত হলো যে সৃষ্টিকর্তা বলে একজন অবশ্যই আছে
৪. নাস্তিকরা বলে যে যদি সব কিছুর একজন সৃষ্টিকর্তা থাকেই তবে কেন সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা থাকবে না? আরে বোকা নাস্তিকের দল, সৃষ্টিকর্তার কোন সৃষ্টিকর্তা থাকবে না বলেই তো সে সৃষ্টিকর্তাতাকে যদি সৃষ্টিই করতে হতো তবে সে কি সৃষ্টিকর্তা হতে পারতো? অতএব প্রমানিত হলো যে সৃষ্টিকর্তা আছে
৫. নাস্তিকরা দাবী করে বলে যে, আস্তিকরা যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে অন্ধের মতো তারা কি সৃষ্টিকর্তার কোনরুপ প্রমাণ পেয়েছে? কোনরুপ প্রমাণ কি তারা হাজির করতে পারবে?
আরে জাহান্নামের বাসিন্দারা, তোরা কি করে বুঝবি যে সৃষ্টিকর্তার কোনরুপ প্রমাণ নেই এটিই হলো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় প্রমাণ!‍তোদের অন্তরেতো সৃষ্টিকর্তা মোহর মেরে দিয়েছেসৃষ্টিকর্তা যদি নাই থাকবে তবে তোদের অন্তরে কে মোহর মেরে দিলোঅতএব এটা সন্দেহাতিত ভাবেই প্রমাণিত হয়েছে যে সৃষ্টিকৃর্তা বলে অবশ্যই একজন আছে

৬. নাস্তিকরা বলে যে আত্মার কোন প্রমাণ নেইতাই পরকাল বলেও কিছু নেইআরে বেকুব নাস্তিকের দল তোরা কি দেখেছিস পরকাল আছে কি নেই? পরকাল অবশ্যই আছে, সেটা মরার পরে বুঝবিযদি সৃষ্টিকর্তা নাই থাকতো তবে তোরা কি মরার পরে জীবিত হতে পারতি? সুতরাং এটা নির্দিধায় প্রমাণিত হয়েছে যে সৃষ্টিকর্তা বলে অবশ্যই একজন আছে
৭. নাস্তিকরা একে একে আস্তিকের হাতে মারা পড়ছেকিন্তু কোন আস্তিক নাস্তিকের হাতে মারা পড়ছে নাযদি সৃষ্টিকর্তা বলে কেও নাই থাকতো তবে কি শুধু নাস্তিকরাই আস্তিকদের হাতে মারা পড়তো? অতএব আর কোনই প্রশ্ন নেই যে সৃষ্টিকৃর্তার অস্তিত্বের কোন প্রমাণ আছে কিনা
অতএব সর্বসম্মতিক্রমে প্রমাণিত হলো যে সৃষ্টিকর্তা বলে একজন আছেন

বি.দ্র.: আস্তিকদের যুক্তি এরকমইএলোমেলো, অযৌক্তিক এব অপযৌক্তিকএটাই আস্তিকদের বৈশিষ্ট্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন