আস্তিক- আপনি কোন কিছুকেই বিশ্বাস করেন না; ভূত-প্রেত বিশ্বাস করেন না, ফেরেশতা শয়তান বিশ্বাস করেন না, অলৌকিকতা বিশ্বাস করেন না এমনকি ঈশ্বরকেও বিশ্বাস করেন না। কিন্তু আমরা আস্তিকরা খুব ভালো করেই জানি যে ঈশ্বর আছেন। আমরা প্রতিনীয়ত ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি চারপাশের পরিবেশকে পর্যবেক্ষন করে আমরা অনুধাবন করতে পারি যে ঈশ্বর বলে কেউ একজন আছেন। আমরা ঈশ্বরকে উপলব্ধি করি প্রতিনিয়ত। তাহলে আপনি কি বলবেন, আমরা কেন আমাদের অনুভব এবং উপলব্ধিকে অবিশ্বাস করবো? আপনি কি আপনার অনুভব এবং উপলব্ধিকে অবিশ্বাস করবেন?
নাস্তিক- এখানেই আমাদের আর আপনাদের মধ্যে পার্থক্য। আপনারা আপনাদের উপলব্ধি ও অনুভবকে বিশ্বাস করেন। কিন্তু আমরা আমাদের অনুভুতি এ উপলব্ধিকে বিশ্বাসতো করিই না উপরন্তু আমরা আমাদের পর্যবেক্ষণকেও বিশ্বাস করি না যদি সেটা বাস্তবতার বিরোদ্ধে যায়। আমরা জানি ব্যক্তিগত উপলব্ধি, অনুভুতি এবং পর্যবেক্ষনও মিথ্যা হতে পারে। মানুষ নিজে ভুল দেখতে, শুনতে বা উপলব্ধি করতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। তাই ব্যাক্তিগত উপলব্ধি, অনুভুতি এবং পর্যবেক্ষনকেও বিশ্বাস করা উচিত নয় যদি সেটা বাস্তবতার বিরোদ্ধে যায়। তবে যদি সেটা ব্যক্তি পর্যায় পার যদি সামষ্টিক পর্যায়ে যায় এবং সেটার বাস্তব প্রমাণ পাওয়া যায় সেটাতেই আমরা বিশ্বাস স্থাপন করি। আর তাই ব্যক্তিগত উপলব্ধি, অনুভুতি বা পর্যবেক্ষনের কোন মুল্য নেই বাস্তব পৃথিবীতে। উপলব্ধি, অনুভুতি এমনকি পর্যবেক্ষনও আমাদেরকে ধোকা দিতে পারে। তাই ব্যক্তিগত অনুভব, উপলব্ধিকে বা পর্যবেক্ষনকেও অন্ধের মত বিশ্বাস করা উচিত নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন