Translate

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

অর্থহীন প্রার্থনার টাকা এবং সময় মানব কল্যাণে লাগানোর নাস্তিকীয় আহবান।

প্রতিদিন হাজার হাজার মানুষ সব মিলিয়ে হাজার হাজার ঘন্টা প্রার্থনার পিছনে ব্যয় করে এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু এত এত সময় এবং টাকা খরচ করেও মানুষের কোন উপকারেই লাগে না। যেহেতু প্রার্থনা কোন ফল দেয় না তাই এই সমস্ত সময় এবং টাকা পুরোটাই অপচয় হয়। অথচ এই সময় এবং টাকা দিয়ে মানব কল্যাণকর কাজে ব্যয় করা যেতো। কিন্তু তবুও মানুষ এতো অপচয়টা মানব কল্যাণে না লাগিয়ে পরকালের কাল্পনিক সুখের আশায় শুধু নিজেদের স্বর্গের সুখের পেছনে ব্যয় করে।
ধর্ম যাই বলুক না কেন এই অপচয়টা কখনই কোন ভালো কাজ হতে পারে না। প্রার্থনা যেহেতু ফলহীন একটি অর্থহীন কাজ তাই সবার উচিত কাল্পনিক পরকালের নিজেদের সুখের কথা না চিন্তা করে মানব কল্যাণকর কাজে ব্যায় করে। এতেই প্রকৃত মঙ্গল হবে, ব্যক্তি এবং সম্পূর্ণ মানব জাতির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন