Translate

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

ধর্মগুলো মানুষেরই তৈরী করা।

পৃথিবীর সব ধর্মই তৈরী হয়েছে প্রাচীণকালে। ফলে প্রাচীণ মানুষের ধ্যাণ ধারণাগুলো সব ধর্মেই বিদ্যমান। আর তাই ধর্মগ্রন্থগুলোতে এতো এতো ভূল, প্রাচীণ ধ্যাণ ধারণা, প্রাচীণ নিয়ম নীতি  এবং প্রাচীণ আচার আচরণ বর্ণিত হয়েছে। এক কথায় ধর্মগুলো প্রাচীণ বলে এর নিয়মগুলোও খুব প্রাচীণ পাওয়া যায়, অপরদিকে ধর্মগ্রন্থগুলো প্রাচীণ ঐতিহ্য বয়ে নিয়ে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। ঠিক একই কারণে ধর্ম এবং ধর্মগ্রন্থগুলোকে যারা অন্ধের মতো অনুসরণ করে চলে তারা থেকে যায় প্রাচীণ বর্বর যুগে।
প্রক্ষান্তরে ধর্মগ্রন্থগুলো প্রাচীণ মানুষের লেখার কারণেই আমাদের বুঝতে সুবিধা হয়েছে যে ধর্মগুলো মানুষেরই তৈরী করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন