আমরা জানি সৃষ্টিকর্তার অস্তিত্ব টিকে আছে নানা অলৌকিক ঘটনা, জাদুমন্ত্রের কাহিনী
(অর্থাৎ পৌরানিক কাহিনী) এবং জ্বীন-ভুত, ফেরেশতা-শয়তান ইত্যাদি চরিত্রের উপর নির্ভর করে।
সুতরাং এ থেকে আমরা পাই,
সৃষ্টিকর্তা = অলৌকিকতা × জাদুমন্ত্র × (ফেরেশতা + শয়তান + জ্বীন-ভুত ইত্যাদি) ..................১ নং
সমীকরণ
আমরা জানি পৃথিবীতে কোন অলৌকিকতার স্থান নেই। অর্থাৎ অলৌকিকতা = শুন্য
জাদুমন্ত্র বলে কিছু নেই মানে জাদুমন্ত্রের কোন কার্যকারিতা নেই। অর্থাৎ জাদুমন্ত্র
= শুন্য
এবং আমরা জানি,
জ্বীন-ভুত, শয়তান-ফেরেশতা এগুলো হলো মানুষের কুসংস্কার মাত্র। বাস্তবে এদের কোন অস্তিত্ব নেই।
সুতরাং, (ফেরেশতা + শয়তান + জ্বীন-ভুত ইত্যাদি)= কুসংস্কার
এই মান ১ নং সমীকরণে বসিয়ে পাই,
সৃষ্টিকর্তা = ০ × ০ × কুসংস্কার
অর্থাৎ সৃষ্টিকর্তা = ০ (শুন্য) ........(আমরা জানি কোন কিছুকে শুন্য দিয়ে গুন
করলে মান সব সময়ই শুন্য হয়।)
অর্থাৎ সৃষ্টিকর্তা বলে কিছু নেই।
আবার আমরা জানি, সৃষ্টিকর্তার ধারণার ভিত্তি হলো, নানা অলৌকিক ঘটনা, জাদুমন্ত্রের কাহিনী (অর্থাৎ পৌরানিক কাহিনী) এবং জ্বীন-ভুত,
ফেরেশতা-শয়তান ইত্যাদি
চরিত্রের সমষ্টি।
সুতরাং এ থেকে আমরা পাই,
সৃষ্টিকর্তা = অলৌকিকতা + জাদুমন্ত্র + (ফেরেশতা + শয়তান + জ্বীন-ভুত ইত্যাদি)
..................২ নং সমীকরণ
আমরা আগেই জেনেছি যে,
পৃথিবীতে অলৌকিকতা, জাদুমন্ত্র বলে কিছু নেই; অর্থাৎ অলৌকিকতা = শুন্য এবং জাদুমন্ত্র
= শুন্য
আবার ফেরেশতা, শয়তান এবং জ্বীন-ভূত ইত্যাদি হলো মানুষের কল্পনা যার বাস্তব কোন অস্তিত্ব নেই।
অর্থাৎ (ফেরেশতা + শয়তান + জ্বীন-ভুত ইত্যাদি)= কুসংস্কার
এই মানগুলো ২ নং সমীকরণে বসিয়ে পাই,
সৃষ্টিকর্তা = ০ + ০ + কুসংস্কার
অর্থাৎ সৃষ্টিকর্তা = কুসংস্কার
অর্থাৎ সৃষ্টিকর্তা = শুন্য অথবা কুসংস্কার।
সুতরাং সৃষ্টিকর্তার কোন বাস্তব অস্তিত্ব নেই (আছে শুধুই মানুষের কল্পনায়) এবং
সৃষ্টিকর্তার ধারণাটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন