Translate

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২০ আগস্ট, ২০১৭

প্রতিটি নাস্তিকই আস্তিকদের জন্য একেকটি এটম বোম।

প্রতিটি নাস্তিকই একেকটি এটম বোম। যেখানেই একজন নাস্তিকের উপস্থিত হয় সেখানের আস্তিকগুলো ভয়ে কাঁপতে থাকে।
যেখানেই নতুন কোন নাস্তিকের আবির্ভাব হয় সেখানেই সেই নাস্তিকের চারপাশের মানুষগুলো সেই নাস্তিককে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। এজন্যই আস্তিকরা চায় না তাদের আশেপাশে কোন নাস্তিক থাকুক।
নাস্তিকদের জ্ঞান, যুক্তি বুদ্ধির শক্তিতে আস্তিকরা সবসময়ই আতঙ্কিত থাকে।
আর এজন্যই যখনই কোন নাস্তিকের উপস্থিথি টের পায় তখনই এরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরা নাস্তিকদের ফাঁসি দাবী করে এবং শতশত কাপুরুষ আস্তিক মিলে একজন নাস্তিককে মেরে ফেলার জন্য আক্রমন করে।
আস্তিকরা নাস্তিক এতো বেশী ভয় পায় যে তারা তাদের কাল্পনিক সৃষ্টিকর্তাকেও এতোটা ভয় পায় না।
এমনকি তারা তাদের সৃষ্টিকর্তার উপর আস্থাও হারিয়ে ফেলে শুধুমাত্র একজন নাস্তিকের ভয়ে। এজন্যই তারা সৃষ্টিকর্তার উপর ভরসা হারিয়ে নিজেরাই কাপুরুষের মতো নাস্তিকদের হত্যা করতেতৎপর হয়। তাদের কাল্পনিক সৃষ্টিকর্তার উপর কোন আস্থা না রেখেই এরা নাস্তিকের উপর হামলা করে। কারণ তারা জানে তাদের নপুংসক কাল্পনিক সৃষ্টিকর্তাটি নাস্তিকের একটি পশমও স্পর্শ করার ক্ষমতা রাখে না।
আস্তিকরা ঠিকই জানে একজন নাস্তিকের জ্ঞান, বুদ্ধিমত্তা এবং যুক্তির শক্তি তাদের হাজার হাজার অন্ধবিশ্বাসীর চেয়েও অনেক বেশী শক্তিশালী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন