মুসলিম মালু- আচ্ছা
বলতো মুসলমানরা কেন হিন্দুদের চেয়ে শ্রেষ্ট ?
হিন্দু মালু- সেটাতো
বলতে পারবো না, তবে হিন্দুরা কেন মুসলমানদের চেয়ে শ্রেষ্ট সেটা বলতে পারবো।
মুসলিম মালু- কি বললি,
হিন্দুরা শ্রেষ্ট ?
কখ্খনও না ! মুসলমানরাই
শ্রেষ্ট। এই দেখ আমাদের আছে
সর্বকালের সর্ব শ্রেষ্ট কুরআন।
হিন্দু মালু- আরে যা
যা, কোন আরব থেকে এনেছিস
বোঝা যায় না ছাতামাতা। ফালতো কোথাকার ! এই দেখ আমাদের গীতা, পবিত্র গীতা। এর সামনে তোদের ওই আরবী বইয়ের কোন দামই
নেই।
মুসলিম মালু- কুরআন
হল সর্বকালের সব থেকে উৎকৃষ্ট গ্রন্থ। এই পবিত্র গ্রন্থে বিশ্বজগতের সব জ্ঞান আছে। বিশ্বাস না হয় পড়ে দেখ।
হিন্দু মালু- আমাদের
পবিত্র গ্রন্থ বেদ-এ বিশ্বজগতের তাবৎ জ্ঞান রয়েছে। বিশ্বাস না হয় পড়ে দেখ।
মুসলিম মালু- আরে রাখ
তোর জারিজুরি ! তোই জানিস কি পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা কুরআন দেখে দেখে বড় বড় আবিষ্কার
গুলো করছে !
হিন্দু মালু- তুই কি
জানিস ! বিজ্ঞানের যত আবিষ্কার সব হল ওই বেদ-গীতা থেকে চুরি করা। খবর রাখিস কোন ?
মুসলিম মালু- কচু জানিস
তুই ! কুনরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের আধার। সব জ্ঞানই কুরআনে আছে।
হিন্দু মালু- বেদ-গীতা
হল পৃথিবীর শ্রেষ্ট বিজ্ঞান।
নাস্তিক - আচ্ছা দাদারাম
আপনাদের বেদ-গীতা, কুরআনে যদি সব জ্ঞান বিজ্ঞান থাকে তবে আপনারা এটা পড়ে সব কিছু আবিষ্কার করেন না
কেন ? আপনারাতো বিজ্ঞানী মহলে এই বইগুলো দেখিয়ে বড় বড় বিজ্ঞানী হয়ে যেতে পারেন। নোবেল পাওয়াতো কোন ব্যাপারই না। যান না কেন তাহলে?
আসলে ধর্মগুলো মানুষের মনকে পঙ্গু করে দেয় । এরা মানুষের ক্ষতি করে । এরা মানুষকে terrorist বানায়।
উত্তরমুছুন