Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

আদম হাওয়া থেকে সবার জন্ম জঘন্য প্রক্রিয়া।

আদম এবং হাওয়া পৃথিবীর প্রথম মানব এবং মানবী। আদম হাওয়া সেক্স করাতে তাদের দুইটি পুত্র হয়, হাবেল ও কাবেল। পরে আরেকটি পুত্র হয়।
তাহলে এই আদম-হাওয়া, হাবেল-কাবেল এদের থেকে সমস্ত মানুষ এলো কি করে? হাবেল-কাবেল বিয়ে করেছিল কাকে?
নাকি মা-ছেলের জঘন্যতম কাজের মধ্য দিয়ে মানব সমাজের উৎপত্তি।
এমন জঘন্য পদ্ধতি যে সৃষ্টিকর্তা নির্বাচন করেছে সে কেমন সৃষ্টিকর্তা?
আবার ভাই বোনের মধ্য দিয়েও যদি মানুষের উদ্ভব ঘটে তবে সৃষ্টিকর্তাকে কুরুচিপূর্ণ বলতে হয়।
এটা কি সৃষ্টিকর্তার জঘন্য স্বভাবের পরিচয় দেয় নাকি অক্ষমতার পরিচয় দেয়। সৃষ্টিকর্তা কি এর থেকে ভালো কোন পদ্ধতি বের করতে পারলো না?
তাহলে তাকে সৃষ্টিকর্তা বলার মানে কি?

২টি মন্তব্য:

  1. গাঞ্জা গুঞ্জা বেশি খাস নাকি ইদানিং ?? নাকি পাবনা নেওনের কেউ নাই ??

    উত্তরমুছুন
  2. আমি এতদিন এবং এখনও বিশ্বাস করি যারা নাস্তিক হয় তারা নিশসন্দেহ জ্ঞানি, বুদ্ধিমান কিন্তু তুমি তাদের থেকে ভিন্ন, তুমি একটা আস্ত গাধা তাই এখনও তোমার অনেক সময় “গিাধা পিটিয়ে মানুষ করা যায়” যেহেতু তুমি গাধা িএখনও মানুষ হওয়ার চেষ্ট করো, আর এমন ব্লগ থেকে দুরে থেকো নয়তো কবে সাধারণ মানুষের হাতে খুন হবে আর নিউজ হবে জঙ্গি বাহিনী নাস্তিক ব্লগার কুন করলো।

    উত্তরমুছুন