Translate

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫

প্রার্থনা একটি অর্থহীন কাজ।

আমরা জানি, কেউ কোন কাজ করে আর সেই কাজটি সফল হবার জন্য প্রার্থনা করে এবং এর একটি প্রতিফল আসে।
সুতরাং,
প্রার্থনা + কর্ম = ফলাফল  (১ নং সমীকরণ)

আবার আমরা জানি, কেউ কাজ করে ফলে প্রতিফল আসে।
সুতরাং,
কর্ম = ফলাফল    (২ নং সমীকরণ)

২ নং সমীকরণের এই মান ১ নং সমীকরণে বসিয়ে পাই,
প্রার্থনা + ফলাফল = ফলাফল
বা, প্রার্থনা = ফলাফল - ফলাফল
বা, প্রার্থনা = ০ (শূন্য)

আমরা জানি কোন কাজ না করলে শুধু প্রার্থনা করে কোন প্রতিফল পাওয়া যায় না।
অর্থাৎ প্রার্থনা একটি অর্থহীন কাজ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন