Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

এটা ইশ্বর, আল্লাহ, ভগমানের নাকি গনি মিয়ার?

একদিন হিন্দু মালু বসে গীতা পাঠ করছিল। তার পাশে বসে খুস্টান মালু বাইবেল পড়ছিল। আর তাদের পাশেই মুসলমান মালু কুরআন তেলাওয়াত করছিল। সেখান দিয়ে এক নাস্তিক যাচ্ছিল। হঠাৎ নাস্তিকটি ওদের কাছে গিয়ে জিঙ্গেস করলো- কি ব্যপার আজ যে গড, আল্লাহ আর ভগমান এক সাথে হয়েছে কাহিনী কি?
তিন জনই চিৎকার দিয়ে প্রতিবাদ করে উঠলো।
খ্রিস্টান মালু বললো- এটা ইশ্বরের দুনিয়া। তাই আমি এখানেই পড়তে পারি।
মুসলমান মালু বললো- এটা আল্লাহর দুনিয়া। আর তাই আমিই এখানে পড়বো।
হিন্দু মালু বললো- না না এটা ভগমানের দুনিয়া। আর তাই আমিই এখানে পড়বো।
এই কথা শুলে গনি মিয়া ছুটে এসে বললো- এইটা আমার জমি। আমি ছাড়া এই জমির মালিক আর কেও নাই। আপনারা এইখান থাইকা জান। আমি ইশ্বর, আল্লাহ, ভগমান এগো কারো কাছেই জমি বেচি নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন