Translate

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

কিন্তু সৃষ্টিকর্তা বা গডকে কেন পাওয়া যাচ্ছে না ?

বিগ ব্যাং থিওরী দিয়ে বিশ্বজগতের সব কিছুই বর্ণনা (এমন কি ডার্ক ম্যাটার ও ব্ল্যাক হোল) করা যাচ্ছে । কিন্তু সৃষ্টিকর্তা বা গডকে কেন পাওয়া যাচ্ছে না ?

সব কিছুকেই ব্যাখ্যা করা যায় যেসব কিছুর অস্তিত্ব আছে। আর তাই ডার্ক ম্যাটার বা কালো বস্তু এবং ব্লাক হোল বা কৃষ্ণ গহ্বর যাদের অস্তিত্ব সনাক্ত করাই প্রায় অসম্ভব, সেসবও ব্যাখ্যা করা যায় বা এদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
কিন্তু সৃষ্টিকর্তাকে কোন ভাবেই ব্যাখ্যা করা যায় না, সনাক্ত করা যায় না এবং কোন প্রমানই পাওয়া যায় না ।
এর একটিই কারণ সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই । ফলে সৃষ্টিকর্তার কোন প্রমানও নেই। যার অস্তিত্ব নেই তার প্রমান সনাক্ত করা যায় না। যার অস্তিত্বের কোন প্রমান নেই তার অস্তিত্বই নেই।
সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই তাই তার কোন প্রমাণও নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন