বোকা নাস্তিক এবং জ্ঞানী মুসলিমের মাঝে কথপকথনঃ
জ্ঞানী মুসলিম- আমি জানি আল্লাহ সত্য !
বোকা নাস্তিক- কীভাবে জানলেন সেটা ?
জ্ঞানী মুসলিম- কারণ কুরআনে আল্লাহ বলেছে যে, সে সত্যি। আর আল্লাহতো কুরআনে মিথ্যে কথা বলবে না।
বোকা নাস্তিক- কুরআন যে সত্যি কথা বলেছে সেটা জানলেন কিভাবে ? কুরআনে তো মিথ্যে
কথাও লেখা থাকতে পারে।
জ্ঞানী মুসলিম- কারণ মুহাম্মদ (সাঃ) বলেছে কুরআন আল্লাহর বাণী । আর মুহাম্মদ হলো আল
আমিন, সে মিথ্যে কথা বলে না ।
বোকা নাস্তিক- মুহাম্মদ যে মিথ্যে কথা বলে না সেটাই বা আপনি নিশ্চিত হলেন কিভাবে
? আপনিতো আর মুহাম্মদকে
দেখেননি।
জ্ঞানী মুসলিম- কারণ মুহাম্মদ আল আমিন অর্থাৎ সত্যবাদী, সেটা হাদীসে লেখা আছে।
বোকা নাস্তিক- হাদীসে যে সত্যি কথা লেখা আছে সেটাই বা আপনি নিশ্চিত হলেন কি করে
? হাদীসও তো একটা বই
ছাড়া আর কিছুই নয়। তাহলে আপনি নিশ্চিত হয়ে কিভাবে বলছেন যে হাদীসে সত্যি কথা লেখা আছে?
জ্ঞানী মুসলিম- কারণ হাদীস লিখেছে মুহাম্মদের বিশ্বস্ত সাহাবারা। আর সাহাবারা মুহাম্মদ
(সাঃ)-এর নামে মিথ্যে কথা বলবে না।
বোকা নাস্তিক- সাহাবারা যে মিথ্যে কথা বলবে না সেটারই বা কি নিশ্চয়তা আছে ? আপনিতো আর সাহাবাদেরকে
চিনেন না । যদি তারা মিথ্যে কথা লিখে থাকে তবে ?
জ্ঞানী মুসলিম- সাহাবারা মিথ্যে কথা বলবে না । কারণ মুহাম্মদ তাদের সত্য কথা লিখতে বলেছে।
বোকা নাস্তিক- মুহাম্মদ যে সত্যি কথাই লিখতে বলেছে তারই বা প্রমাণ কি?
মুহাম্মদ যে সত্যবাদী
ছিল সেটাতো হাদীস ছাড়া আর কোন প্রমাণ নেই। তাহলে?
জ্ঞানী মুসলিম- কারণ মুহাম্মদ (সাঃ) হলো আল্লাহর নবী । আর আল্লাহর নবী কখনই মিথ্যে কথা বলতে পারে
না।
বোকা নাস্তিক- কিভাবে বুঝলেন বা নিশ্চিত হলেন যে মুহাম্মদ আল্লাহর নবী ?
সে তো মিথ্যে কথাও
বলতে পারে।
জ্ঞানী মুসলিম- কারণ সেই কথা কুরআনে লেখা আছে যে মুহাম্মদ সাঃ আল্লাহর নবী।
বোকা নাস্তিক- তাহলে এখন বলুন কুরআনে যে সত্যি কথাই লেখা আছে তারই প্রমাণ কি?
কুরআন তো একটা বই
মাত্র । আর বইতো কোন কিছুর প্রমাণ হতে পারে না।
জ্ঞানী মুসলিম- কারণ কুরআন হলো আল্লাহর বাণী । আর আল্লাহ কখনই তার বান্দার কাছে মিথ্যে কথা
বলবে না।
বোকা নাস্তিক (হাসতে হাসতে)- আল্লাহ সত্যি কারণ কুরআনে লেখা আছে, কুরআন সত্যি কারণ মুহাম্মদ
বলেছে, মুহাম্মদ সত্যি কারণ হাদিসে লেখা আছে, হাদীস সত্যি কারণ তা মুহাম্মদের বিশ্বস্ত সাহাবারা লিখেছে,
সাহাবারা বিশ্বস্ত
ছিল এবং তারা সত্যি কথা বলেছে; কারণ মুহাম্মদ তাদেরকে সত্যি কথা লিখতে বলেছিল, তাই হাদীসে সত্যি কথা
লেখা হয়েছে, মুহাম্মদ সাহাবাদেরকে সত্যি কথা লিখতে বলেছে কারণ সে মিথ্যে লিখতে বলবে না কারণ
সে আল আমীন বা সত্যবাদী। মুহাম্মদ সত্যবাদী তার প্রমাণ মুহাম্মদ আল্লাহর নবী আর নবী মিথ্যে
কথা বলে না, মুহাম্মদ নবী তার প্রমাণ আল্লাহ কুরআনে বলেছে, আর কুরআন সত্যি কথা লেখা আছে তার প্রমাণ হলো
কুরআন আল্লাহর বানী আর আল্লাহ তার বান্দাদের কাছে মিথ্যে কথা বলেন না। আর এই সবগুলো কথাই
হলো কয়েকটা বইয়ের কথা মাত্র। আর বই কোন সত্য প্রমানের উপযুক্ত প্রমান নয় । আপনি একটা অপ্রমানিত
বিষয়কে আরেকটা অপ্রমানিত বিষয় দিয়ে প্রমান করার চেষ্টা করছেন। আর এদের কোনটিরই বাস্তব কোন প্রমান নেই। সবগুলোই শুধু বইয়ের
কথা মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন