Translate

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫

সব মালুই একই রকম।

মুসলিম মালু গরু কোরবানী দেয় আর হিন্দু মালু শুকর জবাই দেয়।
মুসলিম মালু নামাজ পড়ে আর হিন্দু মালু পুঁজা করে।
মুসলিম মালু রোজা করে আর হিন্দু মালু উপস দেয়।
মুসলিম মালু মুসলিম মেয়েকে বিয়ে করে আর হিন্দু মালু বিয়ে করে হিন্দু মেয়েকে।
মুসলিম মালু মুসলমানী করে নেয় আর হিন্দু মালু স্বাভাবিকই থাকে।
মুসলিম মালু আল্লাহ আল্লাহ করে আর হিন্দু মালু ভগমান ভগমান করে।
মুসলিম মালু গরু খায় আর হিন্দু মালু শুকর।
মুসলিম মালু টুপি পড়ে আর হিন্দু মালু পৈতা পড়ে।
মুসলিম মালু আযান দেয় আর হিন্দু মালু উলু ধ্বনি দেয়।

কিন্দু এই দুই মালুই একই ভাষাতে কথা বলে, একই সুতোর কাপড় পড়ে, একই রকম খাবার খায়, একই ভাবে ঘুমায়, আর একই ভাবে প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। একই স্কুলে পড়তে যায়, একই হাসপাতালে চিকিৎসা নেয়। একই জিনিস ব্যবহার করে, একই জায়গায় কাজ করে। একই ভাবে ব্যাথা পায়, একই ভাবে মরে যায়। একই ভাবে আর ফিরে আসে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন