Translate

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

একমাত্র ধর্মহীন নৈতিকতা বোধই মানুষকে নীতিবান বানাতে পারে।

ধর্মগুলো যেহেতু মানুষকে লোভ এবং ভয় দেখিয়ে ভালো কাজ করাতে চায় ফলে সব ধার্মিকই শৈশব থেকে শিক্ষা পেয়ে আসে যে পরকালে বেহেশ্তের অসীম সুখ পেতে হলে এবং পরকালে শাস্তি থেকে বাঁচতে হলে ধার্মিক হওয়া ছাড়া আর কো উপায় নেই। ফলস্বরুপ তাদের অবচেতন মনে লোভ এবং ভয় উৎপন্ন হয় আর যা কিছু করে সব লোভ এবং ভয় থেকে করে। কিন্তু প্রকৃত নৈতিকতাবোধ কখনই লোভ বা ভয় থেকে হওয়া উচিত নয়। যেখানে সব কিছুর পেছনে লোভ এবং ভয় কাজ করে সেখানে নৈতিকতার জায়গাটা অবশিষ্ট থাকে কোথায়?
এজন্য আস্তিকরা লাভ ছাড়া কোন কাজ করতে চায় না। পূন্য পাওয়ার লোভটাই এক সময় মানুষকে সুদ ঘুষ খাওয়ার দিকে পরিচালিত করে। আস্তিকরা যেহেতু কোন প্রতিদান পাওয়া ছাড়া কোন কাজ করার কথাই চিন্তা করতে পারে না (কারণ তারা শিখে আসে ভালো কাজ করলে পুণ্য পাওয়া যায় আর পুন্যের মাধ্যমে স্বর্গ কেনা যায়।)তাই তারা মানুষের উপকারের পেছনে খুজে পুন্য বা সুদ ও ঘুষ।
ধর্ম কখনই মানুষকে ভালো নৈতিকতা শিক্ষা দিতে পারে না। একমাত্র ধর্মহীন নৈতিকতা বোধই মানুষকে নীতিবান বানাতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন