Translate

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

কোন ঈশ্বস নেই মানুষকে রক্ষা করার মতো

অসহায় হয়ে জন্ম নেওয়া মানুষ শৈশবেই যখন সে মা-বাবার দয়া ছাড়া চলতে পারে না, বড় হয়ে সে ধারণাই করে নেয় যে কেউ একজন তার মা-বাবার মতো তাকে সব সময় রক্ষা করবে আর সেই হচ্ছে ঈশ্বর আর এভাবেই মানুষ তার অবচেতন মনে একজন ঈশ্বরের ধারণা বহন করে চলে কিন্তু মানুষ কি কখনও বাস্তবতার নিরিখে বুঝতে পারবে যে মা বাবার মতো কেই তার জীবনে এসে তাকে রক্ষা করে না? সে সারাটি জীবন অসহায়ই থাকে? কারণ কোন ঈশ্বস নেই তাকে রক্ষা করার মতো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন