Translate

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৯ মার্চ, ২০১৫

আস্তিকরা জ্ঞান বিজ্ঞানে এতো পিছিয়ে কেন?

দুই বন্ধু রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল।
প্রথম বন্ধু বললো- আচ্ছা বলতো আস্তিকরা জ্ঞান বিজ্ঞানে এতো পিছিয়ে কেন?
দ্বিতীয় বন্ধু বললো- কেন আবার তারা পড়াশুনা করে না বলে।

প্রথম বন্ধু বাধা দিয়ে বললো- না না, কথাটা তুই ঠিক বললি না! আস্তিকরাও পড়াশুনা করে।
দ্বিতীয় বন্ধু বললো- তাহলে আস্তিকরা কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে?

প্রথম বন্ধু একটু মিষ্টি হেসে বললো- কারণ তারা তাদের ধর্ম গ্রন্থকে সব চেয়ে বড় বিজ্ঞান মনে করে। চিন্তা করে দেখ, যদি আস্তিকরা দেড় দুই হাজার বছর আগের স্বাধারণ অজ্ঞ মানুষের লেখা গ্রন্থকে সব চেয়ে বড় জ্ঞান মনে করে, জ্ঞান বিজ্ঞানকে অবজ্ঞা করে, তবে তারাতো এমনিতেই পিছিয়ে যাবে। মানুষ কত নতুন নতুন জ্ঞান নিয়ে গবেষণা করছে, তারা সৌর জগত ছাড়িয়ে বিশ্বজগত, এমনকি মাল্টি বিশ্বজগতের দিকে হাত বাড়িয়েছে, আর আস্তিকরা কিনা পড়ে আছে সেই প্রাচীনকালের কিছু অতি স্বাধারণ বই নিয়ে। তারা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকবে নাতো কে থাকবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন