Translate

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২ মার্চ, ২০১৫

কেন পৃথিবিতে আস্তিক বেশি ?



বাচ্চা- মা তুমি নাস্তিককে এত ভয় পাও কেন?
আস্তিক মা- কারন সে নাস্তিক, সে শয়্তান

বাচ্চা - কিন্তু আম্মু সেতো মানুষ
আস্তিক মা- সে মানুষ হলেও সে আসলে শয়্তান

বাচ্চা- কিন্তু আম্মু, সেতো আমাকে খুব আদর করে, সেতো খুব ভাল!
আস্তিক মা- খবর দার আর তার সাথে মিশবে না !

বাচ্চা- মিশলে কি হবে?
আস্তিক মা- তাহলে সে তোমাকেও শয়্তান বানিয়ে দেবে

বাচ্চা- কিন্তু মা আমিতো মানুষ আমাকে কিভাবে শয়্তান বানাবে?
আস্তিক মা- আর যদি ওকে নিয়ে এক টা কথাও বল তবে থাপ্পর খাবে

বাচ্চা ভয়ে আর কোন প্রশ্ন করলো না এভাবেই বাচ্চারা প্রশ্ন করা থেকে বিরত থাকে আর অন্ধআনুগত্ত করা শিখে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন