ইংরেজী নববর্ষের শুভেচ্ছা সবাইকে। গেল বছরের মত যেন মুক্তচিন্তকগণ কর্তৃক আগামী বছরটিও ধর্মের মুখোশ উন্মোচনে মুখর থাকে। নাস্তিকগণ এবং মুক্তমনের মানুষগণ যেন ধর্মের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মানুষদেরকে মুক্ত করতে স্বার্থক ভূমিকা রাখতে পারে। নতুন বছরটিও যেন কুসংস্কারাচ্ছন্ন এবং অন্ধবিশ্বাসী আস্তিকদিগদের ১০০% স্বর্থকতার সাথে পরাজিত করণ অব্যাহত রাখতে পারে। মিথ্যার সংকলণ ধর্ম এবং ধর্মগ্রন্থের মৃত্য ঘটিয়ে বাস্তব জ্ঞান তথা বিজ্ঞানের সত্যের আলো জ্বালাতে পারে পৃথিবীর আনাচে কানাচে। যাতে মিথ্যার ধর্মের বাঁচার আর কোন পথ না থাকে। আমিন না বলে বলুন "চলো আমরা সত্য বানাই"।
আগামী বছরটি হোক সত্যের কর্নধার ধর্মহীনদের।
আগামী বছরটি হোক সত্যের কর্নধার ধর্মহীনদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন